Sunday, August 24, 2025

মেয়ে-জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত দম্পতি সহ ৫

Date:

Share post:

অনেক আনন্দ করবেন এই আশা নিয়ে দিল্লিতে মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তমলুকের এক দম্পতি । কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ ই ভাবেন নি। পরিবারের সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে  দিল্লিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন তমলুকের ওই দম্পতিও।
জানা গিয়েছে, গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন তমলুকের নন্দকুমার থানার ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা শ্রীকান্ত মাইতি‌ এবং তাঁর স্ত্রী এবং পরিবারের সকলে। কিন্তু উত্তরপ্রদেশের ছারিয়া এটোয়া এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ ওই পরিবারের সকল সদস্যের। বৃহস্পতিবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটাওয়ার কাছে ওই দিন রাতে শ্রীকান্তদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই গাড়ির পিছনের আসনে শ্রীকান্ত-কবিতা ছাড়াও ছিলেন জামাই অরিজিৎ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেয়ে অনন্যা এবং গাড়িচালককে। পরে হাসপাতালে ওই দু’জনের মৃত্যু হয়।
জানা গিয়েছে , গত ৭ মার্চ শ্রীকান্ত তাঁ স্ত্রীকে নিয়ে মেয়ের কাছে গিয়েছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার অরিজিৎ টালিগঞ্জের বাসিন্দা। কিন্তু, কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। বছরকানেক আগে অরিজিৎ-অনন্যার বিয়ে হয় বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত ময়নাতদন্ত এবং আইনি পদ্ধতি মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে । দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর রাজ্য প্রশাসনও ।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...