কিংবদন্তি ফুটবলার তথা কোচ পি কে ব্যানার্জির শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। হাসপাতাল থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বর্ষীয়ান ফুটবলার এখনও ভেন্টিলেশনে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। মাল্টি অর্গান ফেলিওর।

যদিও এখনও হাল ছাড়ছেন না তাঁর ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে, এখনও শ্বাস-প্রশ্বাস চলছে পিকের। ঈশ্বরে ভরসা রাখছেন তিনি। সকলে যেন প্রবাদপ্রতিম ফুটবলারের সুস্থতার জন্য প্রার্থনা করেন।

এদিন পিকে ব্যানার্জিকে দেখতে হাসপাতালে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু। এছাড়াও ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন-ষাটোর্ধ্ব বিধায়কদের অ্যান্টি নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর, জানালেন অধ্যক্ষ
