Thursday, November 13, 2025

করোনা-তোপে কাহিল এবার ভারতীয় সেনাও

Date:

Share post:

‘করোনা’-র তোপ ভারতীয় সেনার দিকেও।

এক ভারতীয় সেনার শরীরে খোঁজ মিলেছে COVID-19 সংক্রমণের৷
ওই সেনার বাবার শরীর থেকেই তাঁর দেহে ছড়িয়েছে ওই ভাইরাস, এমনই অনুমান৷ এই প্রথম এক ভারতীয় সেনার শরীরে COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। লাদাখের লে-তে কর্তব্যরত ৩৪ বছরের ওই ফৌজি আক্রান্ত হয়েছেন এই মারণ-রোগে। তাঁর শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারান্টাইন বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার পদাতিক বাহিনী লাদাখ স্কাউটস রেজিমেন্টেরই সদস্য ওই ফৌজি৷ সূত্রের খবর, গত ২৭ ফেব্রুয়ারি এই ফৌজির বাবা ইরান থেকে দেশে ফিরেছেন৷ বাবার দেশে ফেরার খবর পেয়ে এই সেনাকর্মী ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে যান। ছুটি কাটিয়ে ২ মার্চ ফের তিনি ডিউটিতে যোগ দেন। আর তার কিছুদিন পরেই ওই সেনার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ মেলে।

জানা গিয়েছে, ওই সেনার বাবাও করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে গত ২৯ ফেব্রুয়ারি থেকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে৷ ৬ মার্চ তাঁর শরীরে করোনা ভাইরাস বা COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। ওই সেনার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ বলেই জানা গিয়েছে৷ সেনার তরফে জানানো হয়েছে, ওই সেনা কর্মী নিজের কাজে খাতায় কলমে যোগদান করলেও, তাঁকে কোয়ারান্টাইন করেই রাখা হয়েছে। ওদিকে তাঁর বোন, স্ত্রী ও দুই সন্তানকেও করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

ওদিকে খবর মিলেছে, পুনা-র এক সামরিক ইনস্টিটিউটের এক সেনা আধিকারিকের শরীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে৷ তাঁর দেহেও ওই মারণ ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে এখনও তাঁর রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...