করোনা পরিস্থিতি সামলাতে তৎপরতায় রাজ্য সরকার । এবার রাজ্যে করোনা সংক্রমণ রুখতে সর্বদল বৈঠক ডাকলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হবে । ওইদিনই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক বাতিল করা হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। ক্যাবিনেট বৈঠকের বদলে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও এই বিষয়ে বিরোধীদের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
