এদেশে করোনা সংক্রমণের সংখ্যা ৩০০ পেরিয়ে যাওয়ার পর টানা আগামী বুধবার পর্যন্ত দেশজুড়ে রেল চলাচল বন্ধ রাখতে পারে কেন্দ্র। সংক্রমণের আশঙ্কা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এদিকে করোনা সংক্রমণ এড়াতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব রাজ্যকেই শিক্ষাপ্রতিষ্ঠান, সুইমিং পুল, জিমন্যাসিয়াম, সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার প্রেক্ষাগৃহ, মিউজিয়াম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
