Thursday, August 21, 2025

‘করোনা-যোদ্ধা’ ডাক্তার ও নার্সদের থাকা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা-যুদ্ধে আগামী ২-৩ সপ্তাহ গুরুত্বপূর্ণ। সেই সময়ে যদি কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, সে কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে দ্রুত পরিষেবা দেওয়া নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দূর থেকে যে-সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে আসতে হয়, তাঁদের জন্য হাসপাতালের কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থার নির্দেশ দিলেন তিনি। সোমবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকেই মুখ্যমন্ত্রী এ কথা জানান। মমতা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, হাসপাতালের কাছেই হোটেল রিকুইজিশন করা থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতেও আগামী কয়েক সপ্তাহে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়তে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে ডাক্তার-নার্স- স্বাস্থ্যকর্মীদের থাকা এবং আইসোলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। প্রতিটি জেলায় বিয়েবাড়ি, অনুষ্ঠানবাড়ি, ফ্লাড সেন্টার, কমিউনিটি হলগুলিকে চিহ্নিত করে রিকুইজিশন করে রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে জরুরি প্রয়োজনে সেগুলিকে অস্থায়ী হাসপাতাল বা হোম কোয়ারান্টিন হিসেবে ব্যবহার করা যায়। যে-সব জেলায় সরকারি প্রজেক্টে ভবন তৈরি হয়েছে, অথচ এখনও ব্যবহার শুরু হয়নি, সেগুলিকেও কাজে লাগাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলিকেও একই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্কুল-কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ারান্টিনের জন্য ব্যবহার করা যাবে না।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...