Thursday, August 21, 2025

মোদির পরামর্শ উড়িয়ে অযোধ্যায় সদলবলে রাম-মূর্তি স্থানান্তরে যোগী আদিত্যনাথ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসকে ঠেকাতে মঙ্গলবার রাতেই ২১ দিনের “জাতীয় লকডাউন” ঘোষণা করেছেন৷ গোটা দেশকে তিনি বলেছেন ঘরে থাকতে!

আর এই ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই নির্দেশ উড়িয়ে অযোধ্যায় রামের মূর্তি স্থানান্তরের কাজে বুধবার সকালে সদলবলে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ করোনা আতঙ্কের মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ উড়িয়ে রামের মূর্তি স্থানান্তরের আচারে ব্যস্ত হলেন যোগী আদিত্যনাথ৷


দু’দিন আগে শোনা গিয়েছিলো, করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে এই অনুষ্ঠানটি পিছিয়ে যেতে পারে। কিন্তু যোগী চেয়েছেন অনুষ্ঠান হোক। আর তাই সব বিধি ভেঙ্গে এদিন সকালে সরানো হলো রামের মূর্তি৷

ঠিক হয়েছে, মন্দির তৈরি না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী শেডের তলায় রাখা থাকবে মূর্তিটি।
বুধবার ভোরবেলা রাম জন্মভূমিতে থাকা একটি টিনের শেডের তলা থেকে রামের প্রতিমা স্থানান্তরিত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপাতত ওই মূর্তি সরিয়ে ফাইবার দিয়ে তৈরি অস্থায়ী শেডের তলায় রাখা হয়েছে। ওই স্থানে মন্দির তৈরি না হওয়া পর্যন্ত এখানেই রাখা থাকবে মূর্তিটি। এই অনুষ্ঠানটিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রথম পর্বের সূচনা বলে অভিহিত করে টুইট করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লকডাউন চলাকালীন জারি করা এক নির্দেশে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, “জনসাধারণের জন্য সমস্ত উপাসনালয় বন্ধ থাকবে”। সেই নির্দেশকেও বুড়ো আঙুল দেখালেন আদিত্যনাথ৷

অযোধ্যা প্রশাসন অনেক আগ ইতিমধ্যেই ২ এপ্রিল পর্যন্ত শহরে তীর্থযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সতর্কতার কারনে৷ তার মাঝে কেন স্বয়ং মুখ্যমন্ত্রীই ভাঙলেন বিধি,
এ নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে৷
ঘটনাস্থল থেকে পাওয়া নানা ছবি ও ভিডিওতে সাফ দেখা গিয়েছে শহরের বহু বিশিষ্ট সাধুদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রধানসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...