করোনার গ্রাসে সারা বিশ্ব। সমস্ত জায়গায় সতর্কীকরণ বার্তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন জানবাজারে। সেখানে গিয়ে তিনি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এবং রাস্তায় দাগ কেটে ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’-এর কথা জানান। এবং তিনি নিজে রাস্তায় দাগ কেটে কোথায়, কত দূরে দাঁড়াতে হবে সেই সব জানিয়ে দেন। এরপরই আজ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর প্রতিনিধি চন্দন বন্দ্যোপাধ্যায় সেখানকার পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সেই বাজারের মধ্যে অনেকেই সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলছেন। নিজেদের সুরক্ষিত রাখার জন্য মাস্ক গ্লাভস ব্যবহার করছেন অনেকেই। আরও জানতে ভিডিও দেখুন…
