লকডাউনে কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকবেন না। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার টুইটে তিনি জানান, দিল্লির ৩২৫টি স্কুলে আশ্রয় নেওয়া ২ লক্ষ দুস্থদের দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করেছে দিল্লি সরকার। এখনও পর্যন্ত ২২৪টি আশ্রয়স্থলে ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। শনিবার সব মিলিয়ে ৪ লক্ষ মানুষকে খাওয়ানো হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

We are also enhancing capacity to make sure no one goes hungry during the lockdown
Until yday we were feeding 20k people in 224 shelters
From today we will feed 2 L people through an addl network of 325 Delhi govt schools
Tomorrow onwards we will be able to feed 4 lakh people.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 27, 2020