করোনা সংক্রমণে বিশ্বব্যাপী মুখ থুবরে পড়ছে অর্থনীতি। এমনটাই জানালেন IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানিয়েছেন, এর ফলে আগামীতে আসতে চলেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। যেটা ছাড়িয়ে যাবে ২০০৯ সালের মন্দা কেও । তাঁর মতে বসে যাওয়া বাজারকে চাঙ্গা করতে প্রয়োজন প্রাথমিক পর্যায়ে ন্যূনতম ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। করোনাভাইরাস সংক্রমণের জন্য লকডাউনে বাধ্য হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বন্ধ হয়েছে আন্তর্জাতিক সীমানা গুলি। বন্ধ বাণিজ্য। এর ফলে মুখ থুবড়ে পড়েছে বাজার। শুধুমাত্র গত সপ্তাহেই বিশ্বের বাজার থেকে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার উধাও হয়ে গিয়েছে। বিশ্বের প্রতিটি মানুষের কাছে সঞ্চিত অর্থরাশি ধীরে ধীরে কমছে। তাই বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক সংকটের দেখা দিয়েছে। আইএমএফ প্রধান জানিয়েছেন, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বিশ্বের আশিটি দেশ ইতিমধ্যেই আইএমএফ এর কাছ থেকে আপৎকালীন অনুদানের আবেদন জানিয়েছে। আইএমএফ প্রধান এই অবস্থায় গোটা বিশ্বকে পরস্পর পরস্পরের সাথে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রশাসনকে এই পরিস্থিতিতে একটি মোটা অর্থ রাশির আর্থিক অনুদান অনুমোদন করার জন্য।
