করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মারণ ভাইরাসের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে এলো উত্তরপাড়ার এক নামি বেসরকারি হাসপাতাল। কমলা রায় হাসপাতালের এম ডি অনন্ত রায় বলেন , প্রতিনিয়ত করোনাভাইরাস যেভাবে গ্রাস করে চলেছে, তাতে চিকিৎসার জন্য হাসপাতালে প্রয়োজন হবে। আর তার জন্যই হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সরকারের প্রয়োজনে হাসপাতাল দিতে রাজি সম্পূর্ণ বিনামূল্যে। রোগীদের সব দায়ভার বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতাল এইভাবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসায় এলাকার বিশিষ্ট লোকজন সাধুবাদ জানাযন। উত্তরপাড়ার এক মেডিসিন বিশেষজ্ঞ কৌশিক মুন্সি জানান, কমলা রায় হাসপাতাল সাধারণ মানুষের জন্য যেভাবে দরজা খুলে দিয়েছে তাতে কুর্নিশ জানাই হাসপাতাল কর্তৃপক্ষকে।
