লকডাউনে মানুষের সঙ্গী টিভি আর মোবাইল। টিভিতে পুরনো দিনের সিরিয়াল, সিনেমা আর মোবাইলে একের পর এক নানা ধরনের সাইট সার্ফিং। এই মুহূর্তে যারা দিন আনি দিন খাই শ্রমিক, তাদের হাতে অর্থ প্রায় নেই। তাই মানবিক রাজ্য সরকারের আর এক পদক্ষেপ। রেশনে বিনা পয়সায় খাদ্য সামগ্রীর পর আর এক পদক্ষেপ। কোনও গ্রাহক যদি এক মাসের টাকা জমা দিতে না পারে তার কেবল কানেকশন কাটা যাবে না। মঙ্গলবার নির্দেশিকা জারি করে রাজ্য সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে যে নিম্নবিত্ত পরিবারগুলি উপকৃত হবে, তা নিশ্চিতভাবে বলা যায়।
