খাবারে অরুচি? কারণ হতে পারে করোনাভাইরাস

চারটে হাঁচি, এবং দুটো কাশি দিলেই কে যেন ফোন করে দিচ্ছে থানায়। এরকম হাজারো মজার পোস্ট ছড়িয়ে পড়ছে মুখ বইয়ের দেওয়ালে। করোনার প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর, শরীর ব্যথা, মাথা যন্ত্রণা, হাঁচি-কাশি ইত্যাদি সম্পর্কে আমরা প্রত্যেকেই জেনে গেছি ইতিমধ্যেই। এবারে হাভার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক জানালেন, করোনা ভাইরাসে আক্রান্তের নাকি গন্ধের অনুভূতি থাকে না। হার্ভার্ড মেডিকেল স্কুলে কর্মরত সন্দীপ রবার্ট দত্ত জানিয়েছেন, করোনাভাইরাস, আক্রান্ত ব্যক্তিকে স্বাদ ও গন্ধ অনুভূতিতে বাধার সৃষ্টি করে।এই ভাইরাস এপিথেলিয়াম কোষ নষ্ট করে দেওয়ার ফলে খাবারে অরুচি ধরে। এবং শরীরে পুষ্টির অস্বাভাবিক ঘাটতি দেখা যায়।

Previous articleকেবল সাবস্ক্রিপশানেও ছাড়
Next articleদেশে হাহাকার, মোদি সরকার লাখ লাখ টন কিট পাঠালো সার্বিয়াতে!