Friday, July 4, 2025

তাবলিগ জামাতের সদস্যের থেকে সতর্ক থাকুন, খুঁজে বার করুন, সব রাজ্যকে বার্তা কেন্দ্রের

Date:

Share post:

দিল্লির “মার্কাজ নিজামুদ্দিন” মসজিদ থেকে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ৷ শরীরে COVID-19 বহন করে এখনও ঘুরে বেড়াচ্ছেন বহু তাবলিগ-ই-জামাতের সদস্য৷ দেশের সমস্ত রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করল কেন্দ্র৷

কেন্দ্রের আশঙ্কা, তবলিগ-ই-জামাতের সদস্যদের মধ্যে অনেকেই সম্ভবত করোনায় আক্রান্ত৷ তাঁদের খুঁজে বের করারও নির্দেশ দিলো কেন্দ্র।

রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বার্তায় বলা হয়েছে, ” যদি এমন কোনও বিদেশির খোঁজ মেলে যিনি তবলিগ-ই-জামাতের সদস্য, তবে সঙ্গে সঙ্গে তাকে বা তাদের পুরোপুরি পরীক্ষা করে দেখতে হবে দেহে করোনা বাসা বেঁধেছে কিনা। যদি প্রয়োজন হয়, তাকে বা তাদের আলাদা করে রাখতে হবে অথবা হাসপাতালে ভর্তি করতে হবে। বিমানবন্দরগুলোর দিকেও কড়া নজর রাখতে হবে, যাতে কোনও করোনা আক্রান্ত পালাতে না পারে” দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের কাছে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷

কেন্দ্রীয় সরকারের এই সতর্কবার্তায় স্পষ্ট হচ্ছে,
দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদকেই এই মুহূর্তে দেশের করোনা সংক্রমণের ভরকেন্দ্র বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার৷
মার্চের প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদে এক বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে তবলিগ-ই-জামাত সংগঠন। এই সমাবেশে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের তবলিগ-ই-জামাত সদস্যরা। তাঁদের অনেকেই নিজেদের রাজ্যে ফিরে গেছেন। ফলে ওই ব্যক্তিদের মধ্যে কিছু মানুষও যদি করোনা সংক্রামিত হন, তবে তাঁদের থেকে হু-হু করে ওই ভাইরাস ছড়িয়ে পড়বে অন্যের শরীরে৷ সে কারনেই এই জামাত সদস্যের থেকে সতর্ক থাকতে, তাঁদের খুঁজে বের করতে, রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। ইতিমধ্যেই ওই মসজিদের সমাবেশে যোগদানকারীদের মধ্যে কমপক্ষে ১২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এখনও পর্যন্ত ওই সমাবেশে অংশ নেওয়ার পরে তামিলনাড়ুতে ৫০ জন, দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানায় ২১ জন, অন্ধ্রপ্রদেশে ২১জন, আন্দামানে ১০ জন এবং অসম এবং জম্মু ও কাশ্মীরে একজন করে মুসলিমের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই সমাবেশে যোগ দেওয়া মোট ৮২২ জন বিদেশিও বিভিন্ন রাজ্যে ঘুরেছিলেন। এবার তাঁদের বিবরণও বিভিন্ন রাজ্যের পুলিশ প্রধানদের জানানো হয়েছে বলে খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

—–

spot_img

Related articles

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...

ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান ফিরলেন মোহনবাগানে

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে...