Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকের পর লকডাউন নিয়ে টুইট করেও মুছলেন পেমা খাণ্ডু

Date:

Share post:

সম্ভবত লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিলের পর আর বাড়ছে না৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা-বৈঠকে তেমনই নাকি ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতের বিষয়টি সামনে আনেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ভিডিও কনফারেন্স শেষে ঠিক এই টুইট-বার্তাই করেন বৈঠকে উপস্থিত অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ওই টুইটে তিনি লেখেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ১৫ এপ্রিল লকডাউন উঠে যাবে। কিন্তু তার মানে এই নয় যে রাস্তায় ইচ্ছামতো ঘুরে বেড়ানো যাবে। আমাদের সবাইকে দায়িত্বশীল ভাবে ধীরে চলতে হবে৷ কারণ, করোনার বিরুদ্ধে লকডাউন এবং স্লোডাউনই একমাত্র পথ।”

এর পরই নাটক৷ টুইট করার আধঘন্টার মধ্যেই পেমা খাণ্ডু এই টুইট মুছে দিয়ে ফের একটি সাফাই-টুইট করেন৷ তাতে তিনি লেখেন, ” আমার যে অফিসার টুইটটি লিখেছেন, তিনি হিন্দি কম বোঝোন৷ তাই ওই টুইট মুছে ফেললাম৷”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু এখনও সরকারিভাবে জানানো হয়নি৷ তবে লকডাউন না থাকলেও পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্যকে একমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে৷ এমন কথাও নাকি বলেছেন প্রধানমন্ত্রী। করোনা- সংক্রমণ ফের যাতে না ছড়ায় সে জন্য ‘ফৌজি তৎপরতা’য় কাজ করার কথাও মুখ্যমন্ত্রীদের বলেছেন মোদি, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই খবর।
এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন ৯ জন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আমলারা। তবে সেখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই হয়েছে বৈঠক। এদিনের বৈঠকে নিজামউদ্দিন মসজিদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে৷
তবে কয়েক জন মুখ্যমন্ত্রীর অভিযোগ,
কেন্দ্রীয় অনুদান বৃদ্ধির অনুরোধ জানালেও তা শোনা হয়নি৷

spot_img

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...