Friday, January 16, 2026

সেকেন্ড হোম সিঙ্গাপুরে লকডাউনের আগেই নিজেকে গৃহবন্দি করার অভ্যাস করে নিয়েছেন ঋতুপর্ণা

Date:

Share post:

বিশ্বব্যাপী চলছে করোনা সঙ্কট। লকডাউনে গৃহবন্দি মানুষ। ঠিক একই অবস্থা টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও। তিনিও কার্যত গৃহবন্দি। তবে কলকাতায় নয়। তাঁর সেকেন্ড হোম সিঙ্গাপুরে। ভারতে লকডাউনের আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সিঙ্গাপুর উড়ে গিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবং যাওয়া থেকেই কার্যত নিয়ম মেনে সতর্ক ও সচেতনতার সঙ্গে হোম কোয়ারেন্টাইনে আছে পরিবারকে নিয়েই।

মেয়ে ঋষণার পরীক্ষার জন্য ৩১ মার্চ পর্যন্ত সিঙ্গাপুর থাকার কথা ছিল তাঁর। যদিও সিঙ্গাপুরের সব স্কুল অনেক আগে থেকেই বন্ধ। ফলে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরই মাঝে ভারতে লকডাউন লাগু হওয়ায় তাঁর ফেরা হয়নি। আপাতত আরও মাসখানেক সিঙ্গাপুরেই কাটাতে হবে তাঁকে। কারণ, সেখানকার প্রশাসন ঘোষণা করেছে, আগামী ৭ এপ্রিল থেকে একমাসের জন্য লকডাউন হতে চলেছে সিঙ্গাপুর। ফলে এখনই দেশে ফেরা হচ্ছে না অভিনেত্রীর।

এই দীর্ঘ সময় কীভাবে কাটাবেন ঋতুপর্ণা? সিঙ্গাপুরে লকডাউন হওয়ার আগে থেকেই অবশ্য তিনি খুব একটা বাইরে বেরোতেন না। নিতান্তই প্রয়োজন হলে মেয়েকে নিয়ে শপিং মলে যেতেন। ঋতুপর্ণা জানিয়েছেন, “গোটা বিশ্বের প্রেক্ষিতে সিঙ্গাপুরের পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল। খুব গুরুত্ব সহকারে এখানকার প্রশাসন বিষয়টিকে দেখছে। মানুষজনও বেশ সচেতন। তাই আমার মনে হয়, সিঙ্গাপুর এখন অপেক্ষাকৃত সেফ জোন।”

তিনি আরও জানিয়েছেন, “সিঙ্গাপুর জুড়ে এতদিন কোনও লকডাউন ছিল না। তবে বেশিরভাগ পাবলিক প্লেসগুলো বন্ধ রয়েছে। রেঁস্তোরাগুলি খোলা থাকলেও সেখানে নিয়ম মেনে বসবার জায়গাগুলোর ব্যবস্থা করা হয়েছে। ছেলে-মেয়ের স্কুল বন্ধ। তবে অনলাইনে প্রত্যেকদিন ক্লাস চলছে। লকডাউনের আগে থেকেই এখানকার মানুষ সচেতন। একসঙ্গে কোথাও জমায়েত করেনি।”

তিনি কীভাবে এতদিন সময় কাটালেন বা দীর্ঘ লকডাউনের মধ্যে আগামীদিনে কীভাবে সময় কাটাবেন? মেয়ে ঋষণা ও ছেলে অঙ্কন, দু’জনের স্কুলই অনেক আগে থেকে বন্ধ। তাই তাদের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

ছেলে-মেয়ে বা পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের দোকানগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকেটা করার সময় ঋতুপর্ণা যখনই বাইরে যাচ্ছেন, তাঁরা প্রত্যেকে মাস্ক পরে যাচ্ছেন। বাইরে থেকে ঘরে ফিরলে ভালো করে সাবান দিয়ে হাত ধুচ্ছেন। অর্থাৎ, যতরকম সতর্কতা অবলম্বন করা যায়, সবকিছু মেনেই অভিনেত্রী ও তাঁর পরিবার সেখানে রয়েছেন বলে জানাচ্ছেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা নিয়ে সমস্ত মানুষকে সচেতনও করেছেন অভিনেত্রী।

এদিকে, সিঙ্গাপুরে সরকারি ভাবে লকডাউন লাগু হতে এখনও কয়েকটা দিন বাকি। তবে ঋতুপর্ণা ইতিমধ্যেই একজন সচেতন মানুষের মতোই লকডাউনের অনেক আগে থেকে গোটা পরিবারকে নিয়ে ঘরবন্দি থাকার অভ্যাস করে ফেলেছেন।

spot_img

Related articles

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...