৩০ এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বুকিং বন্ধ, আশঙ্কায় দেশবাসী

করোনা আপডেট :৩ এপ্রিল, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ১০,৩৯ ,১৫৮, মৃত ৫৫,১৬৩। দেশ : আক্রান্ত ২৫৬৭ , মৃত ৭২। রাজ্য : আক্রান্ত ৩৮, মৃত ৩।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মত 14 এপ্রিল শেষ হচ্ছে দেশ জোড়া লকডাউন। অথচ এয়ার ইন্ডিয়ায় বিমানের টিকিট বুক করা যাচ্ছে না। অন্যান্য বিমান সংস্থা টিকিট বুকিং নিলেও, 30 এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়ায় বিমানের বুকিং হচ্ছে না। আর তার জেরেই আশঙ্কায় নেটিজেনরা। তাহলে কি লকডাউনের সময়সীমা আরও বাড়বে? কয়েকদিন আগেই ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, 15 এপ্রিল থেকে রেলের টিকিট বুক করা যাবে। তাহলে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বুকিং হচ্ছে না কেন? এই নিয়ে দোলাচলে যাত্রীরা। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিজ্ঞপ্তি দিয়ে কিছু জানানো হয়নি।

Previous articleসেকেন্ড হোম সিঙ্গাপুরে লকডাউনের আগেই নিজেকে গৃহবন্দি করার অভ্যাস করে নিয়েছেন ঋতুপর্ণা
Next articleপথে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন