আজ, সোমবার দুপুর ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিনের থেকে বাড়েনি।

অন্যদিকে, আক্রান্তদের মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের সদস্য বলেও জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে কালিম্পংয়ের পরিবারের ১১ জন, কমান্ড হাসপাতালের চিকিৎসকের পরিবারের ৫ সদস্য, তেহট্টের একই পরিবারের ৭ জন, এগরার এক পরিবারের ১২ জন, হাওড়ার একটি পরিবারের ৮ জন, কলকাতা ১২ জন রয়েছেন।

এদিকে হলদিয়ার দু’জনের শরীরেও মিলেছে করোনা ভাইরাস। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের আরও ১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তার ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন।
