মৃত্যুপুরী চিন ফের নতুন এক আশঙ্কার বার্তা দিচ্ছে ত্রস্ত দুনিয়াকে৷

চিনে শুরু হয়েছে দ্বিতীয় দফায় করোনা- সংক্রমণ।
রবিবার পর্যন্ত চিনে নতুন ৯৫১ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর অর্থ, করোনাভাইরাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করা যাচ্ছে না৷ গোটা বিশ্বকে আরও একবার উদ্বিগ্ন করছে করোনাভাইরাসের আঁতুরঘর চিন৷

চিনের এই দ্বিতীয় দফার করোনাভাইরাসের মেজাজ-মর্জি একটু আলাদা৷ শরীরে সংক্রমণ বা ভাইরাসজনিত কোনও লক্ষণ নেই অর্থাৎ অ্যাসিম্পটোম্যাটিক ঘটনা বাড়ছে। আগেই বেজিংয়ের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, বেজিংয়ে দীর্ঘমেয়াদি করোনা- মহামারি নিয়ন্ত্রণে থাকবে।
সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মুখপাত্র এমআই ফেং জানিয়েছেন, রবিবার পর্যন্ত বাইরে থেকে আসা মোট ৯৫১ টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। দিনের-পর-দিন চিনে বিদেশি সংক্রমনের ঘটনা বেড়েই চলেছে। জানা গিয়েছে, চিন ও রাশিয়ার সীমান্তবর্তী বন্দর নগরী সুইফেনহের জনসংখ্যা ৭০,০০০, সেখানে ২০ টি বিদেশি সংক্রমনের ঘটনা ঘটেছে। এই মুহুর্তে চিন বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। কেবলমাত্র বিদেশে থাকা চিনা নাগরিকদেরই দেশে ফিরতে অনুমতি দিচ্ছে। এখনো পর্যন্ত চিনে নতুন করে ৩৯ টি কোভিড-১৯ আক্রান্তের খবর মিলেছে তারমধ্যে ৩৮ টিই বিদেশি। রবিবার হুবেই প্রদেশের এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন সেখানে মৃত্যুর সংখ্যা ৩,৩৩১ জন।



