জাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রের ১৫,০০০ কোটি টাকার স্বাস্থ্য প্রকল্প

করোনা-মোকাবিলায় জাতীয় ও রাজ্যস্তরের স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রীয় উদ্যোগে ১৫,০০০ কোটি টাকার ৫ বছরের এক স্বাস্থ্য প্রকল্প অনুমোদন পেয়েছে৷ কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। তিনটি দফায় বিভক্ত এই প্রকল্প৷

প্রথমটি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন। দ্বিতীয়টি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ। তৃতীয়টি ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ। এই তহবিলকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। এই প্রকল্পের অধীনে যেসব পরিকল্পনা রয়েছে তার অন্যতম কোভিড-১৯ হাসপাতাল, আইসিইউ নির্মাণ এবং স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ।
জাতীয় স্বাস্থ্যমিশন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপৎকালীন কোভিড-১৯ মোকাবিলার দিকে লক্ষ্য রেখে জাতীয় ও রাজ্য স্তরে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী, ওষুধ, ল্যাবরেটরি ইত্যাদি নির্মাণ-সহ নানা খাতে এই প্রকল্পের অর্থ খরচ করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রথম দফায় একইসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসপাতাল ও সরকারি অ্যাম্বুল্যান্সকে জীবাণুবিহীন করা এবং PPE কেনার মতো বিষয়ও। ভারতে করোনার সবথেকে বেশি প্রকোপ পড়েছে মহারাষ্ট্র, তামিলনাডু ও দিল্লিতে। এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার কারনেই বহু রাজ্যই কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছে।