সংক্রমণ চিহ্নিত করতে এবার নতুন পদ্ধতিতে কাজ শুরু করেছে ICMR

করোনা সংক্রমণ চিহ্নিত করতে নতুন পদ্ধতি হাতে নিয়েছে ICMR সংস্থা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই সংস্থার বেঁধে দেওয়া গাইডলাইন মেনেই এতদিন সংক্রমণ প্রতিরোধে উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে সবার আগে সিল করা হচ্ছে করোনার আঁতুড়ঘর। তার পরই বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার হার। আঁতুড়ঘরের বা Hotspot বাসিন্দারা সংক্রমিতের সংস্পর্শে না এলেও তাঁদের পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় যদি তাঁদের শরীরে উপসর্গ ধরা পড়ে, তখন হবে নমুনা পরীক্ষা। ICMR এমনই জানিয়েছে৷

গত ৩ সপ্তাহে ৫ ধরনের মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।
◾ যারা গত ২-৩ সপ্তাহে বিদেশ থেকে উপসর্গ নিয়ে এসেছেন।
◾ সংক্রমিতদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ।
◾উপসর্গ আছে এমন স্বাস্থ্যকর্মীদের।
◾শ্বাসযন্ত্রের সমস্যা আছে এমন রোগী।
◾উপসর্গ নেই কিন্তু সংক্রমিতের সংস্পর্শে এসেছেন, এমন নাগরিক।

Previous articleজাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রের ১৫,০০০ কোটি টাকার স্বাস্থ্য প্রকল্প
Next articleকরোনার জেরে সক্রিয় হতে পারে জঙ্গিরা, আশঙ্কা রাষ্ট্রসংঘের