“আমাদের বাঁচান,” আকুতি জামাত সদস্যদের

হাসপাতালে চিকিৎসাধীন একাধিক তবলিগ- ই – জামাত সদস্য। এবার অন্য সুর শোনা গেল তাঁদের গলায়। “আমাদের বাঁচান” বলে রীতিমত আকুতি শোনা যাচ্ছে তাঁদের গলায়। নিজেদের কুকর্মের জন্য স্বাস্থ্যকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন জামাত সদস্যরা। জানিয়েছেন, করোনা থেকে মুক্তি পেতে সবরকম সাহায্য তাঁরা করবে।

কানপুরের লালা লাজপত রায় হাসপাতালের বিশেষ করোনার ওয়ার্ডে চিকিৎসা চলছে জামাত সদস্যেদের। স্বাস্থ্যকর্মীদের তাঁরা অনুরোধ করেন, “দয়া করে আমাদের বাঁচান, আমরা মরে যেতে চাই না।” দ্রুত সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরতে চান বলেও জানিয়েছেন।

নিজামুদ্দিনের ঘটনা সামনে আসতে উদ্বিগ্ন হয়ে পড়ে সারা দেশ। স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল ১০২৩ জন তবলিগ- ই – জামাত সদস্য করোনা আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন স্বাস্থ্যকর্মীদের রীতিমতো আক্রমণ করে তাঁরা। অশালীন আচরণ থেকে হাসপাতাল চত্বরে থুতু ছেটায় তাঁরা।

Previous articleলন্ডনে করোনায় মৃত্যু পিপিই চাওয়া বাঙালি চিকিৎসকের
Next articleকাল শুরু ‘বেনজির কল্পতরু’, ৩০ হাজারের বেশি নামের রেজিস্ট্রেশন!