করোনাভাইরাসের সংক্রমণের দ্রুত গতি রুখতে স্বাস্থ্য সুরক্ষায় একচুলও ফাঁক রাখতে চান না প্রধানমন্ত্রী। কথায় বলে “আপনি আচরি ধর্ম পরকে শিখাও”। ঠিক সেইভাবেই নিজে মাস্ক পরে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। যদিও ওই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হয়েছে। ওই বৈঠকেই একেবারে ঘরে তৈরি মাস্ক নিজের মুখে লাগিয়ে আলোচনা শুরু করেন মোদি। প্রসঙ্গত, সরকারের তরফে বারবার সাধারণ মানুষকে মাস্ক পরার কথা বলা হচ্ছে। বলা হচ্ছে প্রয়োজনে ঘরে বানানো ফেস মাস্ক বা কভার ব্যবহার করুন। এবার সেই বার্তাই যেন নিজে প্রয়োগ করে দেশবাসীকে দিলেন প্রধানমন্ত্রী।
