টোটাল লকডাউন : শুরু অভিযান

রাজ্যের প্রায় এক ডজনের বেশি এলাকাগুলিকে হটস্পট চিহ্নিত করে সম্পূর্ণ লকডাউনের পথে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর তা সম্পূর্ণ কার্যকরী করতে শনিবার সকাল থেকেই শুরু করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনায় এই দৃশ্য দেখা গিয়েছে। গাড়ি ধরে ধরে বাজেয়াপ্ত করা কিংবা বাইকের চাকার পাম্প খুলে দেওয়ার মতো শাস্তি পুলিশ দিতে শুরু করেছে। মূল লক্ষ্য মানুষকে বাড়ির মধ্যে আটকে রাখা। টানা দু সপ্তাহ আপাতত এই টোটাল লকডাউন চালানো হবে। এলাকাগুলিতে একই সঙ্গে র‍্যাপিড টেস্টিং করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওই এলাকাগুলিতে বাজার, দোকান থেকে শুরু করে সবকিছুরই ঝাঁপ বন্ধ রাখা হবে। বিকল্প ব্যবস্থা প্রশাসন নির্দিষ্ট করে এলাকায় জানিয়ে দেবে।

Previous articleসচেতনতার বার্তা দিতে ঘরে তৈরি মাস্ক পরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
Next articleআমাজনের জঙ্গলে করোনার প্রথম বলি এক কিশোর