সর্দি-কাশি বা জ্বর নয়। এবার সামনে এলো করোনার নতুন উপসর্গ। সান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট রোগী শরীরে দেখা দিয়েছে আরও নতুন কিছু উপসর্গ।

কী এই উপসর্গ?

সান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, শরীরের ভিতর উত্তেজনা অনুভব করেছেন অনেক আক্রান্ত৷ লন্ডনের বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী জানিয়েছেন, বুকের কাছে ত্বকের নিচে শরীরের ভিতর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে ৷ অবশ হয়ে যাচ্ছে সারা শরীর ৷ যদিও এই বিষয়টা নিয়ে প্রথম দিকে খুব একটা গুরুত্ব দেয়নি কেউ। ইতিমধ্যেই এই নিয়ে চিকিৎসকরা আলোচনা শুরু করছেন। কেন এই ধরণের উপসর্গ দেখা দিচ্ছে তা চিন্তিত চিকিৎসকরা।
