Monday, January 12, 2026

দেশে সংক্রমিতের সংখ্যা কমে সুস্থ-র সংখ্যা বাড়ছে, আপাতত মোট আক্রান্ত ১২,৩৮০ জন

Date:

Share post:

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা- সংক্রমিতের সংখ্যা হাজারের তলায় নেমেছে। গত ৩দিনে এই সংখ্যা ছিলো হাজারের অনেক উপরে৷

বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বার্তায় এ কথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

এদিন সকালে কেন্দ্র জানিয়েছে,

🔴 গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৪১ জন।

🔴 এই মুহূর্তে দেশে মোট করোনা-আক্রান্ত ১২,৩৮০।

🔴 মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১,২১১ জন আর বুধবার সংখ্যাটা ছিল ১,০৭৬।

🔴 বর্তমানে ভারতে সক্রিয় করোনারোগীর সংখ্যা ১০,৪৭৭।

🔴 সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮৯ জন।

🔴 তবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের।

🔴 গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে মাত্র ৮.২ শতাংশ।

🔴 সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশের একটু বেশি।

🔴 এই মুহূর্তে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত যত জন রোগী রয়েছেন তার ১২ % সুস্থ হয়ে উঠেছেন।

🔴 গত ১০ এপ্রিল সুস্থ হয়ে উঠেছিলেন মোট রোগীর মাত্র ৭ শতাংশ৷

🔴 ১৪ এপ্রিল সেটা বেড়ে হয় ৯ শতাংশ।

🔴 ১৫ এপ্রিল, বুধবার সেটা বেড়ে হয়েছিল ১১ শতাংশ।

🔴 ‘ডাবলিং রেট,’ অর্থাৎ সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়সীমাও বেড়েছে।

🔴 বর্তমানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৬ থেকে ৭ দিন।

🔴 সংক্রমণের নিরিখে দেশের প্রথম ৩ রাজ্যের অবস্থানে কোনো বদল নেই।

🔴 যথারীতি এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র, মোট সংক্রমিত ২৯১৬।

🔴 দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে সংক্রমিত ১,৫৭৮ জন৷

🔴 তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট সংক্রমিত ১২৪২।

🔴 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত ২৩১।

spot_img

Related articles

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...