Wednesday, May 7, 2025

৩ মে-এর পর আদৌ কি শুরু হবে রেল-বিমান চলাচল? স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের পরই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র

Date:

Share post:

শনিবার এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ৩ মে-এর পর অন্তর্দেশীয় উড়ান ও ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করার লক্ষ্যে বুকিং চালু করা হচ্ছে। লকডাউনের মধ্যে এয়ার ইন্ডিয়ার এই পদক্ষেপ সামনে আসতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। রাতেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানমন্ত্রকের অনুমতি ছাড়া কোনও বিমান সংস্থাই বুকিং বা যাত্রী পরিবহন শুরু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। কেন্দ্রের সঙ্গে কথা বলে ও অনুমতি নিয়েই তা করতে হবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হলেই রেল ও বিমান চলাচল শুরু হয়ে যাবে, এমনটা নাও হতে পারে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ে দেখা হবে সারা দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি। যেহেতু রেল বা বিমানের মত গণ-পরিবহন ব্যবস্থায় সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা সম্ভব নয়, তাই এই যাত্রী পরিবহন শুরুর আগে দেশের প্রতিটি অংশের সংক্রমণ পরিস্থিতি যাচাই করে নেওয়া জরুরি। আপাতত ঠিক হয়েছে, সমস্ত সম্ভাব্য পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি রিপোর্ট দেবে স্বাস্থ্যমন্ত্রক। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট রেল-বিমানে যাত্রী পরিবহন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে রেল ও বিমানে পণ্য পরিবহন ব্যবস্থা যথারীতি অব্যাহত থাকছে।

spot_img

Related articles

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...