শনিবার এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ৩ মে-এর পর অন্তর্দেশীয় উড়ান ও ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করার লক্ষ্যে বুকিং চালু করা হচ্ছে। লকডাউনের মধ্যে এয়ার ইন্ডিয়ার এই পদক্ষেপ সামনে আসতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। রাতেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানমন্ত্রকের অনুমতি ছাড়া কোনও বিমান সংস্থাই বুকিং বা যাত্রী পরিবহন শুরু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। কেন্দ্রের সঙ্গে কথা বলে ও অনুমতি নিয়েই তা করতে হবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হলেই রেল ও বিমান চলাচল শুরু হয়ে যাবে, এমনটা নাও হতে পারে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ে দেখা হবে সারা দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি। যেহেতু রেল বা বিমানের মত গণ-পরিবহন ব্যবস্থায় সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা সম্ভব নয়, তাই এই যাত্রী পরিবহন শুরুর আগে দেশের প্রতিটি অংশের সংক্রমণ পরিস্থিতি যাচাই করে নেওয়া জরুরি। আপাতত ঠিক হয়েছে, সমস্ত সম্ভাব্য পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি রিপোর্ট দেবে স্বাস্থ্যমন্ত্রক। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট রেল-বিমানে যাত্রী পরিবহন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে রেল ও বিমানে পণ্য পরিবহন ব্যবস্থা যথারীতি অব্যাহত থাকছে।
