Saturday, January 10, 2026

করোনার জেরে ঘা খাওয়া আর্থিক পরিস্থিতির ভয়াবহ ছবি উঠে এলো সমীক্ষায়

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে লকডাউন আর হটস্পট৷ গোটা দেশ স্তব্ধ৷ ছোট,মাঝারি, বৃহৎ, সব ধরনের শিল্প থমকে গিয়েছে৷ আরও করুন চিত্র অসংগঠিত শিল্পে এবং দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন শিল্পে কর্মরতদের৷

এক হাহাকারের সমাজজীবন আমাদের জন্য অপেক্ষা করছে৷ আজ বা কাল, একটা সময়, নিশ্চিতভাবেই এই করোনাভাইরাস নতজানু হয়ে সরে যাবে৷ কিন্তু রেখে যাবে এক দগদগে ঘা৷ দেশ বা রাজ্যের আর্থিক মেরুদণ্ডে এই করোনা এমন ঘা দিয়ে চলেছে, যার আদৌ কোনও চিকিৎসা আছে কিনা, তা ভাবার সময় দুয়ারে দাঁড়িয়ে৷

নগর জীবনের সঙ্গে গ্রামীণ ক্ষেত্রে কোনও তফাত নেই৷ শহুরে সমাজের অটো চালক, রিক্সা-ভ্যান-ঠেলাচালক অথবা বাড়ি-বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী পড়ানো টিউটর অথবা গ্রামীণ ক্ষেত্রের কৃষি শ্রমিক, তাঁত শিল্পী বা গ্রামে থেকে শহরে পরিচারিকার কাজ করতে আসেন যারা, আজ কোনও ফারাক নেই তাঁদের অসহায়তার৷ দলে দলে আজ নিজেদের দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য পথের সন্ধান করছেন৷ অনেকে ভিন্নপথে দু’পয়সা উপার্জনের পথে ইতিমধ্যেই নেমে পড়েছেন৷ এদের ভবিষ্যৎ কী? এই অসম যুদ্ধ চালিয়ে আদৌ কি নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে পারবেন ?

বিশিষ্ট সমীক্ষক তথা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী নতুন এই ভাবনার দুনিয়ায় প্রবেশ করেছেন৷ বিস্তৃত সমীক্ষা চালিয়ে এক অন্ধকার-ছবি তুলে ধরেছেন৷ তিনি দেখিয়েছেন, পুরোনো কাজ তথা কাজের সঙ্গে যুক্তদের সাম্প্রতিক অবস্থা কেমন, কীভাবে তারা দলে দলে নতুন কাজের সন্ধানে মরিয়া৷
একবার নজর দেওয়া যাক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী’র সমীক্ষালব্ধ তথ্যসমূহের দিকে, যে তথ্য কানাগলিতে ঢুকে পড়া দেশের চরমতম আর্থিক মন্দার ছবিটাই সামনে এনে দিয়েছে ৷

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...