Monday, August 25, 2025

কলকাতা-সহ ৭ জেলা ‘উদ্বেগজনক’, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

করোনা- পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।

কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা-সংক্রমিত এলাকার নাম বিশেষ ভাবে উল্লেখ করেছেন। সেই তালিকায় বাংলার সংক্রমিত এলাকার সংখ্যাই বেশি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের করা দু’টি টুইটে লেখা হয়েছে, ‘‘লকডাউন বিধি ভাঙার খবর পাওয়া যাচ্ছে। এর থেকে গুরুতর বিপত্তি ঘটতে পারে৷ কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ঝুঁকিও আছে৷ স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার ঘটনা ঘটছে৷ সামাজিক দূরত্ব মানা হচ্ছে না৷ শহর এলাকায় যানবাহনও চলাচল করছে।’’

এই টুইটেই দেশের কোন কোন স্থানে করোনা- পরিস্থিতি উদ্বেগজনক, তা উল্লেখ করা হয়েছে। টুইটে বলা হয়েছে:

‘‘বিশেষ করে পরিস্থিতি গুরুতর
◾মধ্যপ্রদেশের ইন্দোর,
◾মহারাষ্ট্রের মুম্বই ও পুণে,
◾রাজস্থানের জয়পুর,

🔴 পশ্চিমবঙ্গের কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর,
উত্তর ২৪ পরগনা, দার্জিলিং,
কালিম্পং ও জলপাইগুড়ি-তে৷

বলা হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দলও।

দেশের ১৭০টি জেলায় সংক্রমণের হার খুব বেশি বলে ইতিমধ্যেই সেগুলিকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। সেই তালিকায় নাম আছে: কলকাতা,
হাওড়া,
পূর্ব মেদিনীপুর ও
উত্তর ২৪ পরগনা’র।

এর পাশাপাশি, সংক্রমণের খবর আছে কিন্তু ‘হটস্পট’ নয়, এমন ২০৭টি জেলার নামও জানানো হয়। সেই তালিকায়
কালিম্পং,
দার্জিলিং,
জলপাইগুড়ি,
হুগলি,
নদিয়া,
পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কথা উল্লেখ করা হয়েছে।

এ দিনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের টুইটে রাজ্যের ৭টি জেলার পরিস্থিতি ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে৷

spot_img

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...