রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমণের ঘটনা ঘটছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্তত এমনই দাবি উঠে এসেছে হাসপাতাল সূত্রে। জানা গিয়েছে, রবিবার থেকে এখনও পর্যন্ত হাসপাতালের মোট ২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯ জন চিকিৎসক, ৪ জন নার্স, ৭ জন অচিকিৎসক কর্মী। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতাল কর্তৃপক্ষও সরকারিভাবে কিছু জানায়নি। কিন্তু এভাবে একের পর এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ নিয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোকে দায়ী করেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, যেভাবে হাসপাতালে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে তাতে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
