মারণ ভাইরাস করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। চলছে লকডাউন। এই কঠিন পরিস্থিতির মধ্যেই

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক আদ্যপ্রান্ত এক মোহনবাগান সমর্থক। যাঁর কাছে গঙ্গাপাড়ের শতাব্দীপ্রাচীন ক্লাবটি প্রাণের চেয়েও প্রিয়। সেই একনিষ্ঠ মহানবাগানি কুণাল ঘোষ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লকডাউন পর্বে কুণালবাবুর চিকিৎসার গতি বেশ ধীর। বিশেষ করে সময় মতো টেস্টের রিপোর্ট পেতে খুবই সমস্যা হচ্ছে।

হঠাৎই একদিন তাঁর প্লেটলেট ওঠানামা করতে থাকে। মুখ থেকে রক্ত উঠতে থাকে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে স্থানান্তরিত করা হয় অন্য একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই কুণাল ঘোষেরব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

ক্যান্সার আক্রান্ত কুণাল ঘোষ তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
সংসারে বৃদ্ধা মা ছাড়াও আছেন স্ত্রী ও কন্যা। খুব স্বাভাবিক ভাবে এই মুহূর্তে গভীর সঙ্কটে কুণালবাবুর পরিবার।

কুণালবাবুর চিকিৎসার জন্য শুধু মোহনবাগান নয়, সমস্ত ক্লাব ও ফুটবলপ্রেমী এগিয়ে আসলে ওনার পরিবার উপকৃত হবে। যদি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে কেউ আর্থিক সাহায্যের হাত বাড়াতে চান সেক্ষেত্রে কুণাল ঘোষের স্ত্রী পিয়ালিদেবীর ফোন নম্বর এবং ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।
