চিন থেকে কোনও কোম্পানি চলে এলে তাদের স্বাগত জানান। মুখ্যমন্ত্রীদের এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনে করোনা সংক্রমণ ধরা পড়ার পর একাধিক কোম্পানি সেদেশ ছেড়ে দিতে চাইছে। এই সুযোগকে কাজে লাগানোর কথা বলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন মোদি। মুখ্যমন্ত্রীদের বলেন, এই সময়ে বহু কোম্পানি চিন ছেড়ে আসতে চাইছে। সেই কোম্পানিগুলিকে স্বাগত জানানোর জন্য রাজ্যকে তৈরি থাকতে হবে। এদেশে প্রশিক্ষিত কর্মী এবং প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। তাই কোম্পানিগুলির পছন্দের গন্তব্য হতে পারে ভারত। সব রাজ্যকে প্রস্তুত থাকতে হবে।

