দেশে মোট ১০০৭ মৃতের ৭০১ জনই ৩ রাজ্যের, মোদি-শাহের গুজরাত দ্বিতীয় স্থানে

করোনায় আক্রান্ত হয়ে ভারতে আপাতত যে ১০০৭ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৭০১ জনই ৩ রাজ্যের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃতের সংখ্যা ১০০৭৷ মৃতের সংখ্যা অনুসারে প্রথম ৩ রাজ্য হলো, মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশ ৷

• মহারাষ্ট্রে – ৪০০ জন
• গুজরাতে – ১৮১ জন
• মধ্যপ্রদেশে – ১২০ জন৷ এই তিন রাজ্য মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৭০১ জন৷
ওদিকে, রাজধানী দিল্লিতে মৃতের সংখ্যা ৫৪৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২২ জনের৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২৷ তার মধ্যে সুস্থ হয়েছেন ৭৬৯৬৷

Previous articleBIG BREAKING : প্রয়াত অভিনেতা ইরফান খান
Next articleচিন ছেড়ে আসা কোম্পানিগুলিকে স্বাগত জানাতে প্রস্তুত হন, মুখ্যমন্ত্রীদের বার্তা মোদির