করোনাভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তর বারাকপুরের ঘটকপাড়া রোডের বৃদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তিনি ভর্তি হন ডা বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পরে অবশেষে করোনা মুক্ত হয়ে বুধবার বিকেলে বাড়ি ফেরেন তিনি। করতালির মধ্যে দিয়ে প্রতিবেশীরা তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবনাথ সাধুখাঁ সহ উত্তর বারাকপুর পুরসভার স্বাস্থ্যবিভাগের পারিষদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, পুর পরিষদ অভিজিৎ মজুমদার, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব সিং, মেডিক্যাল অফিসার সুদীপ্ত প্রামাণিক। এলাকার মানুষের থেকে এমন সাড়ায় আপ্লুত বৃদ্ধা।
