Friday, November 7, 2025

‘ববি’তে নায়ক, কারণ, রাজেশ খান্নাকে নেওয়ার অর্থ ছিল না রাজ কাপুরের!

Date:

Share post:

ঋষি কাপুরের প্রথম ছবি বাবা রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবিতে। ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানটিতে অভিনয় করছেন রাজ কাপুর। বৃষ্টির মধ্যে দুটি ছোট্ট ছেলেকে হেঁটে যেতে দেখা যায়। তার মধ্যে একজন ছিল ঋষি। তখন তার বয়স মাত্র ৩। অভিনয় করার জন্য শিশু ঋষিকে অভিনেত্রী নার্গিস দত্ত চকলেট দিয়ে ঘুষ দিয়েছিলেন!

তারপর ১৯৭০। বাবার ‘মেরা নাম জোকার’ ছবি। বাবারই কম বয়সের চরিত্রে অভিনয়। কিন্তু নায়ক হিসেবে আবির্ভাব ১৯৭৩ সালে রাজ কাপুরের ‘ববি’ ছবিতে। বয়স তখন ২১। আর সেই ছবি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ২০১২ সালে ঋষি বলেন, অনেকের ধারণা ছিল, বাবা আমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করার জন্য এই ছবিটা করেছিলেন। আসলে ছবিটা করা হয়েছিল ঋণ শোধ করতে। ‘মেরা নাম জোকার’ ছবি করে বাবা ঋণে ডুবেছিলেন। ‘ববি’ করে তা শোধ করতে চেয়েছিলেন। করতে চেয়েছিলেন একটা টিন এজ লাভ স্টোরি আর নায়ক করতে চেয়েছিলেন রাজেশ খান্নাকে। কিন্তু রাজেশ খান্নাকে পারিশ্রমিক দেয়ার মতো অর্থ তাঁর ভাঁড়ারে ছিল না। অগত্যা তাই আমি।

ঋষি কাপুরের অভিনয় জীবনের অদ্ভুত একটি তথ্যগত দিক আছে। ৫১টি ছবিতে তিনি নায়ক হিসেবে কাজ করেছিলেন। তারমধ্যে হিট করেছিল মাত্র ১১টি। আর ৪১টি ছবিতে অন্য নায়কদের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। যার মধ্যে ২৫টি সুপারহিট হয়েছিল। ২৭ বছর হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন যার মধ্যে ৪০ টি তে ৪০ টি ছবিতে তিনি ছিলেন সুপার ফ্লপ। তার অভিনীত ছবিগুলি হল ববি, লায়লা মজনু, রফু চক্কর, সরগম, কর্জ, প্রেমরোগ, নাগিনা, হনিমুন, চাঁদনী, বোল রাধা বোল, ইয়ে ভরা রাহে, খেল খেল মে, কাভি কাভি, হাম কিসিসে কম নেহি, বদলতে রিস্তে, আপকে দিবানে, সাগর, আজুবা, দিবানা, দামিনী, গুরুদেব, দারার, আ আব লট চলে, হিনা, প্রেম গ্রন্থ। তার রোমান্টিক হিসেবে শেষ ছবি কারোবার। সেটা ২০০০ সাল।

অভিনেতা হিসেবে ছবিগুলি হলো ইয়ে হে জালওয়া, হাম তুম, ফানা, নমস্তে লন্ডন, লাভ আজকাল, পাতিয়ালা হাউস, ডোন্ট স্টপ ড্রিমিং, সাম্বার সালসা। নিতু সিং এর সঙ্গে ফিল্মে আবার ফিরে আসেন ২০১০ সালে ‘দো দুনি চার’ ছবিতে।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...