একাধিক রাজ্যের প্রস্তাব ছিল ভিনরাজ্যে আটক ছাত্র বা শ্রমিক ফেরাতে বিশেষ রেল চালাক রাজ্য। কারণ বাসে এত লোক আনা অসম্ভব। তাছাড়া বাসেও ঠাসাঠাসি করে বসা যাবে না। এই পরিস্থিতিতে রেল বিশেষ কামরা স্যানেটাইজ করে ওদের ফেরাক। রেল সূত্রের খবর, তাদের কাছে বিষয়টা পৌঁছেছে। এবং সব বিবেচনা করে আর্জি খারিজ হচ্ছে। রেল মনে করছে, এভাবে রেল চালালে লকডাউন ভেঙে সংক্রমণ ছড়াবে। ফলে এখন কোনোরকম রেল চলবে না। জানা গেছে, এরপরেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ যাচ্ছে কোনো কোনো রাজ্য থেকে। তবে রেলভবন সূত্রের বক্তব্য, ট্রেন চলার কোনো সম্ভাবনা নেই। এতে বড়সড় ঝুঁকি হয়ে যাবে।

বহু স্টেশনে বহু কর্মী নামাতে হবে।
