খাতায়-কলমে গ্রীষ্মকাল আর আবহাওয়াটা অনেকটা বর্ষাকালের মতো। বিকেল হতেই বৃষ্টি আর তাপমাত্রার পারদ বেশ নিম্নমুখী। প্রকৃতির এই খামখেয়ালিপনার মধ্যে আরও একটা দৃশ্য চোখে পড়ল শনিবার সকালে। বারাকপুর শিল্পাঞ্চলের খড়দহ, বারাকপুর, সোদপুরে সকালে দেখা গেল ঘন কুয়াশা। যদিও এরকম কুয়াশা শীতকালেই লক্ষ্য করা যায়। লকডাউনের জেরে একই রাস্তা ঘাট শুনশান। তারমধ্যে জরুরি কাজের জন্য যে কজন বাইরে বেরিয়ে ছিলেন, এই দৃশ্য অবাক করেছে তাঁদের।
