দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়াতে পারে কোভিড -১৯, সতর্ক করল হু

ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত করোনাভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণ হতে পারে। তার জন্য তৈরি থাকতে হবে বিশ্বের দেশগুলিকে। শুক্রবার এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডাঃ হান্স ক্লুগ।

ক্লুগ বলেন, একাধিক দেশেই লকডাউন চলছে কিন্তু ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে। তার কথায় এত তাড়াতাড়ি কোভিড ১৯-এর প্রভাব কমবে না।
এর সেকেন্ড বা থার্ড ওয়েভ ছড়াতে পারে। এই ভ্যাকসিন বেরোতে অনেকটাই সময় লাগবে বলে জানান তিনি। ফলে আরও প্রাণহানির আশঙ্কা থাকছে। বিশ্বের বিভিন্ন দেশের উচিত ভবিষ্যতের জন্য তৈরি থাকতে বলেছেন ক্লুগ।

নরওয়ের প্রাথমিক স্কুলগুলি খোলা হয়েছে। সুইজারল্যান্ডের কিছু দোকান খুলে দেওয়া হয়েছে। লকডাউনে শিথিলতা আনা হচ্ছে নিউজিল্যান্ডে। এই বিষয়টাকেই ভয় পাচ্ছে হু। ক্লুগ বলছেন, স্বাভাবিক জীবনযাত্রায় এখনই ফেরা উচিত নয় দেশগুলির।