Tuesday, August 26, 2025

মাত্র তিন মাস আগে বিয়ে করেন মেজর অনুজ, ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা

Date:

Share post:

মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার আর করা হলো না। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন মেজর অনুজ সুদ। হান্দওয়ারার চাঙ্গিমুল্লা ঘাঁটিতে জঙ্গি দমন অভিযানে কর্নেল আশুতোষ শর্মার সঙ্গে শহিদ হয়েছে মেজর অনুজও। দেশের জন্য ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা।

অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার চন্দ্রকান্ত সুদ। বুক ফেটে যাচ্ছে সন্তান হারানোর শোকে। তবুও এক ফোঁটা জল নেই চোখে। বরং দৃপ্ত কণ্ঠে বলছেন, ” আমার ছেলে দেশের জন্য স্বার্থ ত্যাগ করেছে। দেশ সেবার যে শপথ নিয়েছিল নিজের প্রাণ দিয়ে সেই কর্তব্য পালন করেছে। আমার কষ্ট হচ্ছে বৌমার কথা ভেবে। মাত্র তিন মাস আগেই ওঁদের বিয়ে হয়েছিল।” বাবাকে দেখে কৈশোরেই দেশসেবার শপথ নেন অনুজ। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের পরে সেনা ব্রিগেডে যোগ দেন। তিন মাস আগেই বিয়েও করেন তিনি। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেন না। তার আগেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন বছর ৩১- এর অনুজ।

সেনা সূত্রে খবর, হান্দওয়ারা এনকাউন্টারে লস্কর জঙ্গিদের খতম করতে রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ভরসার পাত্র ছিলেন মেজর অনুজ। কর্নেল সহ শহিদ হয়েছেন, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজি।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...