Monday, May 12, 2025

৪জি নিয়ে ফের সংশয়ে বিএসএনএল

Date:

Share post:

একাধিক বেসরকারি সংস্থা ৪জি সংযোগ চালু করেছে। বহু বছর ধরে সেই পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। অথচ বিএসএনএল পারেনি সেই পরিষেবা চালু করতে পারেনি।

৪জি চালুর জন্য স্পেকট্রাম বরাদ্দের দাবি জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর্মীরাও। কিন্তু সেই পরিষেবা পেতে আরও দেরি হওয়ার আশঙ্কা তৈরি হল।

গত অক্টোবরে বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রায় ৯০০০ কোটি টাকার আন্তর্জাতিক দরপত্র চেয়েছে বিএসএনএল। তবে এক্ষেত্রে তৈরি হয়েছে আশঙ্কা। টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস প্রোমোশন কাউন্সিলের অভিযোগ, দরপত্র দেওয়ার ক্ষেত্রে যে সব শর্ত দেওয়া হয়েছে, তাতে দেশীয় সংস্থাকে বঞ্চিত করে বিদেশিদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা স্পষ্ট। দেশীয় যন্ত্রাংশ সংস্থাকে প্রাধান্য দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করা হচ্ছে। যার জেরে সেই প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর।

এদিকে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অভিযোগ এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বারবার বাধা তৈরি করা হচ্ছে। কর্মীদের বক্তব্য, একাধিক বেসরকারি সংস্থা আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ এনেই ভারতে পরিষেবা দিচ্ছে। অথচ বিএসএনএল-কে যন্ত্রাংশ জোগানের বরাত বিদেশি সংস্থা পেলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার প্রশ্ন উঠছে।

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...