Thursday, December 11, 2025

মিটার দেখতে আসবে না কেউ! তবে বিদ্যুতের বিল আসবে কীভাবে

Date:

Share post:

করোনার দাপট চলছে ভারতে। এর জেরে চলছে লকডাউন। দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দেশেরর অর্থনৈতিক অবস্থাও ভালো নয়।

তবে এবার কি সংক্রমনের আশঙ্কায় গ্রাহকদের বাড়িতে মিটারের রিডিং বন্ধ? প্রশ্ন উঠছে

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রয়েছে সংক্রমণের আশঙ্কা। এই কারণে বাড়িতে বাড়িতে মিটার রিডিং-এর কাজ করা যাচ্ছে না। সেই কারণে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি গতবছরের ত্রৈমাসিকের বিদ্যুৎ খরচের পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড় বিল তৈরি করেছে।

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় বন্ধ রয়েছে মিটার রিডিং। চলছে লকডাউন। কারোর বাড়িতে বাড়িতে গিয়ে এই মুহূর্তে মিটার দেখা হচ্ছে না। তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে যখন মিটার রিডিং সম্ভব হবে, তখন আগের বিল এর অংক মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধিমতো সংক্রান্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লকডাউনের জন্যই লো এবং মিডিয়াম ভোল্টেজের গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নগদ চেকের মাধ্যমে বিল জমা করতে পারবেন।

শুধুমাত্র রাজ্য বিদ্যুৎ দফতর নয়, সিইএসসি-ও এমন পরিস্থিতিতে বন্ধ রেখেছে মিটার রিডিং নেওয়া।

spot_img

Related articles

ফলতায় এসআইআর পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

এসআইআর সংক্রান্ত কাজ পর্যালোচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য সি মুরুগান। বৃহস্পতিবার বেলা এগারোটা...

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...