‘শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার’ কলকাতার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ পরিবারের হাতে তুলে দিয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী৷ সিঁথি থানার সহযোগিতায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে খাদ্য সঙ্কটে পড়া বিভিন্ন শ্রেণীর ১০৫টি পরিবারের মধ্যে চাল, আলু,তেল, লবন, সোয়াবিন, ঝাল ও মিষ্টি আচার, জ্যাম, বিস্কুট তুলে দিয়েছে। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের ৫০টি এবং বড়তলা থানার অন্তর্গত হরি ঘোষ স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট ইত্যাদি জায়গার ২০০টি পরিবার ও কাশীপুর থানার অন্তর্গত ৫০টি পরিবারের মধ্যেও ওই একই দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রেমবিহারের আচার্য স্বামী সম্বুদ্ধানন্দের পরিচালনায় বিভিন্ন স্থানে ত্রাণ তুলে দেওয়ার কাজে উপস্থিত ছিলেন স্বামী ধ্রুবাত্মানন্দ, স্বামী সত্যদীপানন্দ, স্বামী একাত্মানন্দ প্রভৃতি মহারাজরা। প্রেমবিহারের তরফে পুলিশের সহযোগিতার জন্য অকুন্ঠ ধন্যবাদও জানানো হয়েছে৷
