একটানা ৪দিন ব্যাঙ্ক ছুটি

লকডাউনের মধ্যে নিজেদের দাবি-দাওয়া নিয়ে কোনও ধর্মঘট নয়। তবে আজ, বৃহস্পতিবার থেকে একটানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বলা ভালো, ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।

আজ বুদ্ধপূর্ণিমা এবং আগামীকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেমন ব্যাঙ্ক বন্ধ, তেমনই মাসের দ্বিতীয় শনিবার হিসেবে পরশুদিন ছুটি। তারপর রবিবার বলে বন্ধ। জরুরি পরিষেবার মসাঝেই সব মিলিয়ে একটানা ৪দিন ছুটি।

বাঙ্কে ফের পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে। যদিও এটিএম পরিষেবা যেমন চালু থাকে, তেমনই থাকবে। তবে পোস্ট অফিস ছুটি থাকবে শুধু আজই। আগামীকাল ও পরশু খোলা থাকবে ডাকঘর।

Previous articleলকডাউনের জেরে ঘরে থেকেই ‘বুদ্ধ পূর্ণিমা’ উদযাপন বৌদ্ধ ধর্মাবলম্বীদের
Next articleবিপন্ন মানুষের পাশে ‘শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার