লকডাউনের মাঝেই বৃহস্পতিবার ভোরে বিশাখাপত্তনমের কাছে ভয়াবহ গ্যাস লিক। একটি এলজি পলিমার কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। ইতিমধ্যে একজন শিশু সহ ৫জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে খবর সকাল ৯টায় মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন প্রায় ২৫০ জন। পুলিশ-দমকল যুদ্ধাকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ করছে। পরিস্থিতি ভয়াবহ।
