কলকাতায় এবার খোঁজ মিলেছে ভুয়ো করোনা পরীক্ষাকেন্দ্রের। অভিযোগ,উত্তর কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ICMR-এর কোনও অনুমোদন ছাড়াই লালারসের পরীক্ষা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে৷ সেই খবর পেয়েই হানা দেয় ফুলবাগান থানার পুলিশ। এই সংস্থাটির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। একইসঙ্গে ১০ লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষাগারটি। এই প্রথম এ রাজ্যে ধরা পড়লো ভুয়ো করোনা পরীক্ষাকেন্দ্র। করোনা পরীক্ষা করার জন্য সরকারি ও বেসরকারি সমস্ত পরীক্ষাগারের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR- এর ছাড়পত্র লাগে। অভিযুক্ত এই সংস্থার কাছে সেই ছাড়পত্র ছিল না বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামে স্বাস্থ্য দফতর। পরীক্ষাগারটি সিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১১টি সরকারি পরীক্ষাগার ও ৬টি বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে।
