Sunday, August 24, 2025

ফের টুইট-তোপ দেগে আসরে রাজ্যপাল, এবারের বিষয়, কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা হোক বা কলকাতা পুরসভা, বিশ্ববিদ্যালয় হোক বা বিধানসভা৷ ইস্যু একটা হলেই হলো৷ রাজ্যপাল চিঠি অথবা টুইট নিয়ে তৈরি৷

রাজ্যপাল – রাজ্য বিরোধ এবার কলকাতা পুরসভার প্রশাসক পদ নিয়ে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি নিয়ে৷ বৃহস্পতিবার সাতসকালে, ৬টা ৪৯ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকড় পর পর তিনটি টুইট করেছেন কলকাতা পুরসভা নিয়ে৷
টুইটে প্রশ্ন করেছেন, কলকাতা পুরসভার ৬ মে’র বিজ্ঞপ্তি কেন রাজভবনে জানানো হলো না, অবিলম্বে মুখ্য সচিবকে সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তাঁর কাছে পাঠানোর কথা বলা হয়েছে ওই তিন টুইটে৷ রাজ্যপাল ট্যুইটে বলেছেন, “কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি পৌঁছায়নি রাজভবনে। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে। আমার নামে নির্দেশিকা । কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।”

এদিন পরপর তিনটি ট্যুইটের প্রথমটিতে মুখ্যসচিবকে তাঁর কাছে নির্দেশিকা পাঠাতে বলেন। আর পরের দু’টি ট্যুইটে যথারীতি রাজ্যকে তোপ দাগতে ছাড়েননি রাজ্যপাল। তাঁর সাফ কথা, রাজ্যপালের নামে নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে, অথচ তাঁকেই জানানো হবে না, এটা কেন ?

আরও আছে৷

সকালে পাঠানো তিনটি টুইটের উত্তর না পেয়ে, রাজ্যপাল ফের বৃহস্পতিবার বিকেল ৪টে ২৮ মিনিটে ফের টুইট করেন৷ দ্বিতীয় পর্যায়ের টুইটের বাংলা অনুবাদও টুইট করেন তিনি৷ এখানে বলা হয়েছে,
“মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে ৬ মে’র কলকাতা পুরসভা সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়েছি।
সংবিধানের 167 অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।”

শেষ খবর, এখনও মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব রাজ্যপালের কোনও টুইটেরই উত্তর দেননি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এবারও উত্তর না পেলে রাজ্যপাল ফের না লম্বা চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে ৷

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন, ৬ মে, রাজ্য সরকার কলকাতা পুরসভার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়৷ প্রশাসকমণ্ডলী নিয়োগ কর বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য৷ প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন করা হয় বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে৷ এবারের সংঘাত সেই বিজ্ঞপ্তি নিয়েই৷

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...