Wednesday, August 27, 2025

পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে না ফেরার নির্দেশ যোগী সরকারের

Date:

Share post:

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা কেউ যেনো হেঁটে না ফেরেন সেদিকে নজর দিলেন যোগী আদিত্যনাথ। গোটা বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিল্লির মতো বড় শহরগুলি থেকে এই সময়ে উত্তরপ্রদেশের বাড়িতে যেনো কোনও পরিযায়ী শ্রমিক হেঁটে না আসেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন চেষ্টা করছে। তবে রাজ্য সরকারের নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে ১৭২ জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করেন। লখনউ থেকে ৫১৪ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে একটি হাইওয়ের উপর তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে তাঁদের খাবার খাইয়ে স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার ফিরোজাবাদ শহরেও দিল্লি, হরিয়ানা ও রাজস্থান থেকে পায়ে হেঁটে আসা বহু শ্রমিককে আটকে দেওয়া হয়। নীতীন গোস্বামী নামে এক শ্রমিক জানান, ” স্ত্রী ও দুবছরের সন্তানকে নিয়ে রাজস্থান থেকে হেঁটে আসছিলাম। প্রায় ১০০ কিলোমিটার হেঁটে এসে একটি ট্রাক দেখতে পাই। ১০ কিলোমিটার রাস্তার জন্য মাথাপিছু ১০০ টাকা ভাড়া নেন ট্রাকচালক। কিন্তু পুলিশ পথ আটকায়। এমনকী আমাদের পেট ভরে খেতেও দেওয়া হয়নি।”

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...