ঔরঙ্গাবাদ: মালগাড়ির চালকের ভূমিকা খতিয়ে দেখছে রেল

ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় চালকের ভূমিকা খতিয়ে দেখছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, ভোরে রেললাইনের উপর শ্রমিকদের শুয়ে থাকতে দেখেছিলেন মালগাড়ির চালক। তিনি ট্রেন থামানোর চেষ্টাও করেন। কিন্তু শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি। বদনাপুর ও কর্মাদ স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে যায়। কিন্তু দুর্ঘটনায় চালকের কোনও গাফিলতি ছিল কি না সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মালগাড়ির চালকদের অত্যন্ত সতর্ক হয়ে গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে।

Previous articleকোয়ারেন্টাইনে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
Next articleপরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে না ফেরার নির্দেশ যোগী সরকারের