Friday, December 26, 2025

এ বছর গরমের ছুটিতেও স্কুলে মিড ডে মিল দিতে হবে, কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে

Date:

Share post:

করোনা-পরিস্থিতিতে পদ্ধতির বদল ঘটছে৷ এ বছরের গরমের ছুটিতেও স্কুল পড়ুয়াদের মিড ডে মিল দিতে হবে রাজ্যগুলিকে। করোনা প্রকোপের সময় ছোট ছোট পড়ুয়াদের রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি ধরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে চিঠিতে বলেছে কেন্দ্র। সাধারণত গরম, শীত বা পুজোর সময়ের টানা ছুটির সময় মিড ডে মিল দেওয়া হয় না। স্কুল চালু থাকার দিনগুলিতেই একমাত্র রান্না করা খাবার দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের। এবার করোনা আবহে পরিস্থিতি অন্যরকম। তাই গরমের ছুটিতেও দেওয়া হবে ‘মিড ডে মিল’৷ এক নির্দেশিকায় দেশের সব রাজ্যকে এ কথা জানালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এই মন্ত্রকের ‘মিড ডে মিল বিভাগ’ সব রাজ্যকে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দু’দফায় খাদ্যসামগ্রী ইতিমধ্যেই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এরপরেও যদি অতিরিক্ত খাদ্যসামগ্রী প্রয়োজন হয়, তাহলে আগামী ৭ দিনের মধ্যে তা কেন্দ্রকে জানাতে হবে।

গ্রীষ্মকালে মিলের সামগ্রী বণ্টন কীভাবে করা হয়েছে, তার রিপোর্টও কেন্দ্রের কাছে পাঠাতে হবে রাজ্যগুলিকে।

কেন্দ্রের চিঠিতে রাজ্যগুলিকে বলা হয়েছে, গরমের ছুটি শুরু হওয়ার ৭ দিন আগে থেকে এই প্রক্রিয়া বাস্তবায়িত করার কাজ শুরু করে দিতে হবে। কীভাবে তা করা হচ্ছে, তার কর্মসূচি তৈরি করতে হবে রাজ্যগুলিকে। প্রয়োজনে তা কেন্দ্রকে জানাতে হবে। প্যাকেট করে শুকনো খাবার যদি দিতে হয়, তাহলে সেসব বাড়ি বাড়ি অথবা স্কুলে বিতরণ করতে হবে। এগুলি নেওয়ার জন্য কুপনের ব্যবস্থা করতে পারে রাজ্যগুলি। জেলাওয়াড়ি কত স্কুলে কতজন বাচ্চাকে গরমের ছুটিতে খাদ্যসামগ্রী দেওয়া হল, তার হিসেব পাঠাতে হবে দিল্লিতে।

spot_img

Related articles

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...