মত্ত অবস্থায় নিজের ৫ মাসের কন্যাসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরে গণধোলাইতে মৃত্যু হয় অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে দিনহাটার বড় নাচিনা ঘাট পাড় এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা।

দিনহাটা থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ঘাট পাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মণ মত্ত অবস্থায় বাড়ি ফিরে তাঁর ৫ মাসের শিশুকন্যার উপরে চড়াও হন। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন কৃষ্ণ। এলাকার বাসিন্দারা কৃষ্ণ বর্মণকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ধারাল অস্ত্র নিয়ে প্রতিবেশীদের উপরেও চড়াও হন তিনি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দেয়।
খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বিশাল বাহিনী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ৫ মাসের শিশুকন্যার মৃত্যু হয়। কৃষ্ণ বর্মণকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়। তাঁর স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কেন এই আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ।
